LYRIC
আমার ইচ্ছে তোমার হোক বাংলা লিরিক :
“আমি সব লন্ডভন্ড করে দেবো
মাঝ পথে দাঁড়িয়ে ট্রাফিক হয়ে
সব যান চলাচল বন্ধ করে দেবো
নৌ পথের সবটুকু জল শুষে নিয়ে
নৌ চলাচল বন্ধ করে দেবো
রাস্তা বন্যার পানিতে ভাসিয়ে দেবো
যদি, তুমি কাছে না আসো”
বুকের ভেতর আঁকা তোমার মায়া মুখ
জোছনা মাখা মেঘে তুমি সুখের সব অসুখ (x2)
জলে ডুবছে সরোবর চোখে স্বপ্ন আঁকা চোখ..
আমার ইচ্ছে তোমার হোক
আমার ইচ্ছে তোমার হোক
আমার ইচ্ছে, ইচ্ছে তোমার হোক (x2)
প্রজাপতি তোমার চোখে রঙিন কোনো ঘোর
তোমার সাথে একজীবনে সবই নতুন ভোর (x2)
জলে ডুবছে সরোবর চোখে স্বপ্ন আঁকা চোখ
জলে ডুবছে সরোবর চোখে স্বপ্ন আঁকা চোখ
আমার ইচ্ছে তোমার হোক
আমার ইচ্ছে তোমার হোক
আমার ইচ্ছে, ইচ্ছে তোমার হোক (x2)
সমাপ্ত
Amar Icche Tomar Hok Song Lyrics:
Buker Vetor Anka Tomar Maya Mukh
Jochna Makha Meghe
Tumi Shukher Sob Osukh
Jole Dubche Sorobor Chokhe Swapno Aka Chokh
Amar Icche Tomar Hok
Amar Icche Tomar Hok
Amar Icche, Icche Tomar Hok (x2)
Projapoti Tomar Chokhe Rongin Kono Ghor
Tomar Sathe Ekjibone Sobi Notun Bhor (X2)
Jole Dubche Sorobor Chokhe Swapno Aka Chokh
Jole Dubche Sorobor Chokhe Shopno Aka Chokh
Amar Icche Tomar Hok
Amar Icche Tomar Hok
Amar Icche, Icche Tomar Hok (x2)
The End
Singer: Imran Mahmudul
Short film: The Ring
Tune/Music: Amzad Hossain
Lyrics: Mahi Flora
Director: Vicky Zahed
Label: Dhruba Music Station
null
null
No comments yet