LYRIC
Ovinoy Song Lyrics :
Valobeshe tomay jwolte sikhechi
Aagune ki dekhabe bhoy
Mayar aarale tumi to sekhale
Prithibite keu karo noy .
Valobeshe tomay jwolte sikhechi
Aagune ki dekhabe bhoy
Mayar aarale tumi to sekhale
Prithibite keu karo noy.
Kotha chilo pashe robe chirodin
Ashole ki shob obhinoy ?
O ho.. Prithibite keu karo noy.
Jabe jodi keno ba,
kache etota esechile ?
Jabe jodi keno ba,
kache etota esechile ?
Sesh hote na hote kahini
Tumi shob kere nile.
Kotha chilo pashe robe chirodin
Ashole ki shob obhinoy ?
O ho..agune ki dekhabe bhoy.
Shopneri haat bariye, gele hariye
ki je mohey .
Shopneri haat bariye, gele hariye
ki je mohey .
Shoto bedonar aborone
Mon khoye khoye.
Kotha chilo pashe robe chirodin
Ashole ki shob obhinoy ?
O ho.. Prithibite keu karo noy.
Balobeshe tomay jwolte sikhechi
Agune ki dekhabe bhoy,
Mayar aarale tumi to sekhale
Prithibite keu karo noy.
Kotha chilo pashe robe chirodin
Ashole ki shob obhinoy ?
O ho.. Prithibite keu karo noy.
O ho..agune ki dekhabe bhoy.
The End
অভিনয় গানের লিরিক্স :
ভালোবেসে তোমায় জ্বলতে শিখেছি
আগুনে কি দেখাবে ভয় ,
মায়ার আড়ালে তুমি তো শেখালে
পৃথিবীতে কেউ কারো নয় ।
ভালোবেসে তোমায় জ্বলতে শিখেছি
আগুনে কি দেখাবে ভয় ,
মায়ার আড়ালে তুমি তো শেখালে
পৃথিবীতে কেউ কারো নয় ।
কথা ছিলো পাশে রবে চিরদিন
আসলে কি সব অভিনয় ?
ও হো.. পৃথিবীতে কেউ কারো নয় ।
যাবে যদি কেন বা,
কাছে এতটা এসেছিলে ?
যাবে যদি কেন বা,
কাছে এতটা এসেছিলে ?
শেষ হতে না হতে কাহিনী
তুমি সব কেড়ে নিলে ।
কথা ছিলো পাশে রবে চিরদিন
আসলে কি সব অভিনয় ?
ও হো.. আগুনে কি দেখাবে ভয় ।
স্বপ্নেরই হাত বাড়িয়ে, গেলে হারিয়ে
কি যে মোহে ।
স্বপ্নেরই হাত বাড়িয়ে, গেলে হারিয়ে
কি যে মোহে ।
শত বেদনার আবরণে মন ক্ষয়ে ক্ষয়ে ।
কথা ছিলো পাশে রবে চিরদিন
আসলে কি সব অভিনয় ?
ও হো.. পৃথিবীতে কেউ কারো নয় ।
ভালোবেসে তোমায় জ্বলতে শিখেছি
আগুনে কি দেখাবে ভয়,
মায়ার আড়ালে তুমি তো শেখালে
পৃথিবীতে কেউ কারো নয় ।
কথা ছিলো পাশে ,রবে চিরদিন
আসলে কি সব অভিনয় ?
ও হো.. পৃথিবীতে কেউ কারো নয় ।
ও হো.. আগুনে কি দেখাবে ভয় ।
সমাপ্ত
Song: Ovinoy
Singer: Imran Mahmudul
Lyric and Tune: Shafiq Tuhin
Music Arrangement: Rezwan
Graphics Animations: Kazi Md. Morshed
Production: Rtv Music
No comments yet